Rabindranath Tagore feat. Srikanta Acharya & Rabindra Sangeet - Emono Dine Tare Bala Jay Lyrics

Lyrics Emono Dine Tare Bala Jay - Srikanta Acharya , Rabindranath Tagore



এমন দিনে তারে বলা যায়
এমন ঘনঘোর বরিষায়
এমন দিনে মন খোলা যায়
এমন মেঘস্বরে বাদল-ঝরঝরে
তপনহীন ঘন তমসায়
এমন দিনে তারে বলা যায়
সে কথা শুনিবে না কেহ আর
নিভৃত নির্জন চারিধার
দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী
আকাশে জল ঝরে অনিবার
জগতে কেহ যেন নাহি আর
সমাজ সংসার মিছে সব
মিছে এ'জীবনের কলরব
কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে
হৃদয় দিয়ে হৃদি অনুভব
আঁধারে মিশে গেছে আর সব
তাহাতে এ'জগতে ক্ষতি কার
নামাতে পারি যদি মনোভার
শ্রাবণ বরিষণে একদা গৃহকোণে
দু'কথা বলি যদি কাছে তার
তাহাতে আসে যাবে কিবা কার
ব্যাকুল বেগে আজি বহে বায়
বিজুলি থেকে থেকে চমকায়
যে কথা এ'জীবনে রহিয়া গেল মনে
সে কথা আজি যেন বলা যায়
এমন ঘনঘোর বরিষায়
এমন দিনে তারে বলা যায়



Writer(s): Rabindranath Tagore


Rabindranath Tagore feat. Srikanta Acharya & Rabindra Sangeet - Hey BandhuHey Priyo
Album Hey BandhuHey Priyo
date of release
01-01-1996




Attention! Feel free to leave feedback.