Srikanto Acharya - Jharna jharjhariye Lyrics

Lyrics Jharna jharjhariye - Srikanto Acharya



ধানী সাগা মাধা নিধা নিধা
নিশা নিধা পা মা গা
মাগা মাগা মাগা সানি
আহ আহ হা হা হা
ঝরনা ঝর ঝরঝরিয়ে জল
ছড়িয়ে কেন নেচে নেচে যায়ে
রোদ্দুর মেঘ সরিয়ে রঙ ধরিয়ে
কেন হেঁসে হেঁসে যায়
ঝরনা ঝর ঝরঝরিয়ে
জল ছড়িয়ে কেন নেচে নেচে যায়ে
রোদ্দুর মেঘ সরিয়ে রঙ ধরিয়ে
কেন হেঁসে হেঁসে যায়
বুঝিনা আমি বুঝি যা
এই চোখ খোঁজে যা আর কেও তা
খোঁজেনা কেন খোঁজেনা
ঝরনা ঝর ঝরঝরিয়ে জল
ছড়িয়ে কেন নেচে নেচে যায়ে
রোদ্দুর মেঘ সরিয়ে রঙ ধরিয়ে
কেন হেঁসে হেঁসে যায়
তুমি সুন্দর কতো সুন্দর জানে এই মন
তোমার
এতো সুন্দর হয়ে থাকবার কিই বা প্রয়োজন
তুমি সুন্দর কতো সুন্দর জানে এই মন
তোমার
এতো সুন্দর হয়ে থাকবার কিই বা প্রয়োজন
যদিনা তোমায় দেখেও কারুর
সবই ভাল লাগে ভালবাসা জাগে
কারো মন কিছু চাই
বুঝিনা আমি বুঝি যা
এই চোখ খোঁজে যা আর
কেও তা খোঁজেনা কেন খোঁজেনা
ঝরনা ঝর ঝরঝরিয়ে জল
ছড়িয়ে কেন নেচে নেচে যায়ে
রোদ্দুর মেঘ সরিয়ে রঙ ধরিয়ে
কেন হেঁসে হেঁসে যায়
কতো ঘটনার কতো রটনার তাকে বোঝা দায়
হটাৎ
যাকে খোঁজে চোখ যেন সেই চোখ চোখে পড়ে যায়
কতো ঘটনার কতো রটনার তাকে বোঝা দায়
হটাৎ
যাকে খোঁজে চোখ যেন সেই চোখ চোখে পড়ে যায়
কখনও যে প্রান সেখেনি গান
এই দেখা পেয়ে সেও ওঠে গেয়ে
কথা বলে সুখ পায়
বুঝিনা আমি বুঝি যা
এই চোখ খোঁজে যা
আর কেও তা খোঁজেনা কেন খোঁজেনা
ঝরনা ঝর ঝরঝরিয়ে জল
ছড়িয়ে কেন নেচে নেচে যায়ে
রোদ্দুর মেঘ সরিয়ে রঙ ধরিয়ে
কেন হেঁসে হেঁসে যায়
ঝরনা ঝর ঝরঝরিয়ে জল
ছড়িয়ে কেন নেচে নেচে যায়ে
রোদ্দুর মেঘ সরিয়ে রঙ ধরিয়ে
কেন হেঁসে হেঁসে যায়
ঝরনা ঝর ঝরঝরিয়ে জল
ছড়িয়ে কেন নেচে নেচে যায়ে
রোদ্দুর মেঘ সরিয়ে রঙ ধরিয়ে
কেন হেঁসে হেঁসে যায়



Writer(s): avijit bandyopadhyay


Srikanto Acharya - Neel Dhrubatara
Album Neel Dhrubatara
date of release
01-01-2005




Attention! Feel free to leave feedback.