Tahsan - Hisheber Ovishap Lyrics

Lyrics Hisheber Ovishap - Tahsan



তুমি কোথায়?
বিরহ যুদ্ধে আমি নিঃসঙ্গ অস্থির
আমার আণবিক কণাগুলো খুঁজে ফেরে ইহকাল
আমার আণবিক কণাগুলো খোঁজে অনন্তকাল
বদলে যাবো আমি
ধুলোয় মিশে যাবে অস্থি
স্বর্গের প্রবেশদ্বার
কেন উন্মুক্ত হবে না তোমার আদেশে
অনলের বিচ্ছুরণ কেন সত্তা ঘিরে
আমার পূণ্য, আমার পাপ
তোমার হিসেবের অভিশাপ
দুঃসাহস আমার আমি করছি প্রতিবাদ
আমার পূণ্য, আমার পাপ
তোমার হিসেবের অভিশাপ
দুঃসাহস আমার আমি করছি প্রতিবাদ
মনের কোঠায় জমে থাকা কথাগুলো
এতো সরল সত্য তবু কেন
বলতে কেন বারণ?
কেন এতো ভয়?
বলতে কেন বারণ?
কেন এতো ভয়?
বিনম্র শ্রদ্ধা, নিষ্কলুষ কৃতজ্ঞতা
তোমার কাছে সমর্পণ
তবু বলতে দ্বিধা করবো না মনের কোঠায়
অব্যক্ত প্রতিবাদের সত্য ভাষা
আমার পূণ্য, আমার পাপ
তোমার হিসেবের অভিশাপ
দুঃসাহস আমার আমি করছি প্রতিবাদ
আমার পূণ্য, আমার পাপ
তোমার হিসেবের অভিশাপ
দুঃসাহস আমার আমি করছি প্রতিবাদ
আমার পূণ্য, আমার পাপ
তোমার হিসেবের অভিশাপ
দুঃসাহস আমার আমি করছি প্রতিবাদ
আমার পূণ্য, আমার পাপ
তোমার হিসেবের অভিশাপ
দুঃসাহস আমার আমি করছি প্রতিবাদ




Tahsan - Compilation




Attention! Feel free to leave feedback.