Usha Mangeshkar - Ja Ja Ure O Pakhi Lyrics

Lyrics Ja Ja Ure O Pakhi - Usha Mangeshkar



যা, যা রে গানের পাখি
যা রে তোরে আর
সুরের জালে বাঁধবো না
মেলে দে ডানা, আর নেই মানা
তোরে আর সকাল সাঁঝে, সাধবো না
যা, যা রে গানের পাখি
যা রে
কাজ নেই মিছে আর বন্ধনে
ধরাবাঁধা রাগিণীর ক্রন্দনে
কাজ নেই মিছে আর বন্ধনে
ধরাবাঁধা রাগিণীর ক্রন্দনে
ঝড়না ধারার মতো কেন তুমি গাও
মনে মনে অকারনে, যা খুশি মনে
যা, যা রে গানের পাখি
যা রে তোরে আর
সুরের জালে বাঁধবো না
মেলে দে ডানা, আর নেই মানা
তোরে আর সকাল সাঁঝে, সাধবো না
যা, যা রে গানের পাখি
যা রে
শরতের শিউলি ঝরা যত
কুয়াশার ততো শব্দের মত
শরতের শিউলি ঝরা যত
কুয়াশার ততো শব্দের মত
সহানুভূতির মতো কাঁদো আমি গাই
ভাষা হীনা সুর হীনা, যা আছে যত
যা, যা রে গানের পাখি
যা রে তোরে আর
সুরের জালে বাঁধবো না
মেলে দে ডানা, আর নেই মানা
তোরে আর সকাল সাঁঝে, সাধবো না
যা, যা রে গানের পাখি
যা রে



Writer(s): MUKHERJEE MANAS, MANAS MUKHERJEE


Usha Mangeshkar - Surer Akash Bhore
Album Surer Akash Bhore
date of release
30-09-2008




Attention! Feel free to leave feedback.