Anupam Roy feat. Shreya Ghoshal - Kolkata - From "Praktan" paroles de chanson

paroles de chanson Kolkata - From "Praktan" - Shreya Ghoshal , Anupam Roy



শহর জুড়ে যেন প্রেমের মরসুম
আলোতে মাখামাখি আমার গ্রীনরুম
কখনও নেমে আসে অচেনা প্যারাসুট
তোমাকে ভালোবেসে আমার চিরকুট
শহর জুড়ে যেন প্রেমের মরসুম
আলোতে মাখামাখি আমার গ্রীনরুম
কখনও নেমে আসে অচেনা প্যারাসুট
তোমাকে ভালোবেসে আমার চিরকুট
কলকাতা, তুমিও হেঁটে দেখো
কলকাতা, তুমিও ভেবে দেখো
কলকাতা, তুমিও হেঁটে দেখো
কলকাতা, তুমিও ভেবে দেখো
যাবে কি না যাবে আমার সাথে
ঘুম ভাঙে Esplanade
খোলা ভাঙে চীনেবাদাম
ঘুম ভাঙে Esplanade
খোলা ভাঙে চীনেবাদাম
চেনা কোনো ঘাসের দাগ
শুয়ে থাকা কি আরাম!
শহর জুড়ে যেন প্রেমের মরসুম
আলোতে মাখামাখি আমার গ্রীনরুম
কখনও নেমে আসে অচেনা প্যারাসুট
তোমাকে ভালোবেসে আমার চিরকুট
কলকাতা, তুমিও হেঁটে দেখো
কলকাতা, তুমিও ভেবে দেখো
কলকাতা, তুমিও হেঁটে দেখো
কলকাতা, তুমিও ভেবে দেখো
যাবে কি না যাবে আমার সাথে
খুঁজে দিতে না পারলে আড়ি
আমার ব্যোমকেশ বক্সীর বাড়ি
খুঁজে দিতে না পারলে আড়ি
আমার ব্যোমকেশ বক্সীর বাড়ি
তবেই তোমার কথা কলকাতা কলকাতা
সব কিছু মেনে নিতে পারি
কেন অসম্ভবে, ডেকে আনো আমাকে
ছুঁয়ে থাকো হাতটাকে, কবিতার ছাদটাকে
কলকাতা, তুমিও হেঁটে দেখো
কলকাতা, তুমিও ভেবে দেখো
কলকাতা, তুমিও হেঁটে দেখো
কলকাতা, তুমিও ভেবে দেখো
কলকাতা, তুমিও হেঁটে দেখো
কলকাতা, তুমিও ভেবে দেখো
যাবে কি না যাবে আমার সাথে



Writer(s): anupam roy


Anupam Roy feat. Shreya Ghoshal - Kolkata (From "Praktan")
Album Kolkata (From "Praktan")
date de sortie
12-04-2016





Attention! N'hésitez pas à laisser des commentaires.