Shreya Ghoshal feat. Arijit Singh - Chol Choley Jaai (Duet) paroles de chanson

paroles de chanson Chol Choley Jaai (Duet) - Shreya Ghoshal , Arijit Singh



চল, চলে যাই
হাতে হাত ধরে
তুই-আমি, দু'জনে
পুরোনো গানের সুরে
চল, চলে যাই
হাতে হাত ধরে
তুই-আমি, দু'জনে
পুরোনো গানের সুরে
চল, চলে যাই
চল, চলে যাই
জলপরীর দেশে
তোর আদর ছোঁয়ায় আমায়
নে আপন করে
চল, চলে যাই
জলপরীর দেশে
তোর আদর ছোঁয়ায় আমায়
নে আপন করে
চল, চলে যাই
চল, চলে যাই
তোর বিদগ্ধ মনে
মহাসিন্ধু হারায়
তোর দু'চোখ জুড়ে
প্রেম অঝোর ধারায়
চল, চলে যাই
তিন ভুবনের পাড়ে
তোর যত চাওয়া পাওয়া
নে উজাড় করে
চল, চলে যাই
চল, চলে যাই
চলে যাই
চলে যাই




Shreya Ghoshal feat. Arijit Singh - Hits of Arijit Singh
Album Hits of Arijit Singh
date de sortie
22-04-2021




Attention! N'hésitez pas à laisser des commentaires.