Arnob - Adhek Ghume paroles de chanson

paroles de chanson Adhek Ghume - Arnob



আধেক ঘুমে নয়ন চুমে স্বপন দিয়ে যায়।
শ্রান্ত ভালে যূথীর মালে পরশে মৃদু বায়
আধেক ঘুমে নয়ন চুমে স্বপন দিয়ে যায়।
শ্রান্ত ভালে যূথীর মালে পরশে মৃদু বায়
বনের ছায়া মনের সাথি, বাসনা নাহি কিছু–
পথের ধারে আসন পাতি, না চাহি ফিরে পিছু–
বেণুর পাতা মিশায় গাথা নীরব ভাবনায়
শ্রান্ত ভালে যূথীর মালে পরশে মৃদু বায়
আধেক ঘুমে নয়ন চুমে স্বপন দিয়ে যায়।
শ্রান্ত ভালে যূথীর মালে পরশে মৃদু বায়।
আধেক ঘুমে...
মেঘের খেলা গগনতটে অলস লিপি-লিখা,
সুদূর কোন্ স্ময়ণপটে জাগিল মরীচিকা
জাগিল মরীচিকা
মেঘের খেলা গগনতটে অলস লিপি-লিখা,
সুদূর কোন্ স্ময়ণপটে জাগিল মরীচিকা।
জাগিল মরীচিকা
চৈত্রদিনে তপ্ত বেলা তৃণ-আঁচল পেতে
শূন্যতলে গন্ধ-ভেলা ভাসায় বাতাসেতে–
কপোত ডাকে মধুকশাখে বিজন বেদনায়
শ্রান্ত ভালে যূথীর মালে পরশে মৃদু বায়
আধেক ঘুমে নয়ন চুমে স্বপন দিয়ে যায়।
শ্রান্ত ভালে যূথীর মালে পরশে মৃদু বায়
আধেক ঘুমে...



Writer(s): TAGORE RABINDRANATH, RABINDRANATH TAGORE


Arnob - Adheko Ghume
Album Adheko Ghume
date de sortie
08-01-2017




Attention! N'hésitez pas à laisser des commentaires.