Arnob - Shonar Moyna Paki paroles de chanson

paroles de chanson Shonar Moyna Paki - Arnob



আমার সোনার ময়না পাখি
কোন দেশেতে গেলা উইড়া রে
দিয়া মোরে ফাঁকি রে
আমার সোনার ময়না পাখি
সোনা বরণ পাখিরে আমার
কাজল বরণ আঁখি
সোনা বরণ পাখিরে আমার
কাজল বরণ আঁখি
দিবানিশি মন চায় ওরে
বাইন্ধা তরে রাখি রে
আমার সোনার ময়না পাখি
দেহ দিছি প্রাণ ওরে দিছি
আর নাই কিছু বাকী
দেহ দিছি প্রাণ ওরে দিছি
আর নাই কিছু বাকী
শত ফুলের বাসন দিয়ারে
অঙ্গে দিছি মাখি রে
আমার সোনার ময়না পাখি
যাইবা যদি নিঠুর পাখি
ভাসাইয়া মোর আঁখি
যাইবা যদি নিঠুর পাখি
ভাসাইয়া মোর আঁখি
জীবন যাবার কালে রে
পাখি রে
জীবন যাবার কালে রে
একবার যেন দেখি রে
আমার সোনার ময়না পাখি
কোন দেশেতে গেলা উইড়া রে
দিয়া মোরে ফাঁকি রে
আমার সোনার ময়না পাখি




Arnob - Monpura (Original Motion Picture Soundtrack)
Album Monpura (Original Motion Picture Soundtrack)
date de sortie
20-02-2014




Attention! N'hésitez pas à laisser des commentaires.