Asha Bhosle - Ami Je Bodle Gelam paroles de chanson

paroles de chanson Ami Je Bodle Gelam - Asha Bhosle



আমি যে বদলে গেলাম
নতুন হলাম আজ থেকে
আমি যে বদলে গেলাম
নতুন হলাম আজ থেকে
মাথাতে ঘোমটা দিলাম
কপালে টিপ পড়লাম
মাথাতে ঘোমটা দিলাম
কপালে টিপ পড়লাম
এখন আমায় ছোট্ট খুকু
বলোনা বলবে কি
বলোনা বলবে কি
আমি যে বদলে গেলাম
নতুন হলাম আজ থেকে।।
ভিন গাঁয়েতে ঢোল বাজিয়ে
ফিরবে যখন ঘরে
নিজের হাতে রান্না করে
দোবো তোমায় ধরে
ভিন গাঁয়েতে ঢোল বাজিয়ে
ফিরবে যখন ঘরে
নিজের হাতে রান্না করে
দোবো তোমায় ধরে
উনুনের কালি আমার
লেগে থাকুক চোখে মুখে
উনুনের কালি আমার
লেগে থাকুক চোখে মুখে
মোছাতে এলে আমি রাখবো
আমার মুখ ঢেকে
আমি যে বদলে গেলাম
নতুন হলাম আজ থেকে।।
মিষ্টি কথা বলতে আমায়
যখন তুমি চাও
কানে কানে একটু বলে
হাতটি হাতে নাও
মিষ্টি কথা বলতে আমায়
যখন তুমি চাও
কানে কানে একটু বলে
হাতটি হাতে নাও
যদি গো খোকন সোনা
সেই সময় হঠাৎ কাঁদে
যদি গো খোকন সোনা
সেই সময় হঠাৎ কাঁদে
লক্ষীটি দোহাই তুমি
রাগ করোনা তা দেখে
আমি যে বদলে গেলাম
নতুন হলাম আজ থেকে
মাথাতে ঘোমটা দিলাম
কপালে টিপ পড়লাম
মাথাতে ঘোমটা দিলাম
কপালে টিপ পড়লাম
এখন আমায় ছোট্ট খুকু
বলোনা বলবে কি
বলোনা বলবে কি
আমি যে বদলে গেলাম
নতুন হলাম আজ থেকে।।



Writer(s): ASHA BHONSLE


Asha Bhosle - Amar Bandhan
Album Amar Bandhan
date de sortie
10-11-2014




Attention! N'hésitez pas à laisser des commentaires.