Asha Bhosle - Je Khanei Thako Sukhe Thako paroles de chanson

paroles de chanson Je Khanei Thako Sukhe Thako - Asha Bhosle



যেখানেই থাকো,
সুখে থাকো,
এই আমি শুধু চাই
এই শুভ রাতে,
এই কামনাতে,
আমি যে তাই গান গাই
ও... ও... ও... ও...
যেখানেই থাকো,
সুখে থাকো,
এই আমি শুধু চাই
এই শুভ রাতে,
এই কামনাতে,
আমি যে তাই গান গাই
মনে করো,
গান আমার,
অনুরাগে ভরা উপহার
মনে করো,
গান আমার,
অনুরাগে ভরা উপহার
আমার প্রানের মাঝে নিত্য যে সুর বাজে
আমি রেখে যাই তাই
যেখানেই থাকো,
সুখে থাকো,
এই আমি শুধু চাই
এই শুভ রাতে,
এই কামনাতে,
আমি যে তাই গান গাই
আমার যত সাধ,
হারালো যে আজ
ফিরে পাবো তাকে যে আবার
আমার যত সাধ,
হারালো যে আজ
ফিরে পাবো তাকে যে আবার
জীবন চলে গেলে
নতুন জন্ম এলে
এই আমি বলে যাই
ও... ও... ও.
যেখানেই থাকো,
সুখে থাকো,
এই আমি শুধু চাই
এই শুভ রাতে,
এই কামনাতে,
আমি যে তাই গান গাই
ও... ও... ও...



Writer(s): BAPPI LAHIRI, PULAK BANDHOPADHYAY


Asha Bhosle - Amor Sanghi (Original Motion Picture Soundtrack)




Attention! N'hésitez pas à laisser des commentaires.