Debolina Nandy - Vober Majhe Eli Ore paroles de chanson

paroles de chanson Vober Majhe Eli Ore - Debolina Nandy



ভবের মাঝে এলি ওরে
মায়ের ভুবন আলো করে
অন্য রাতে শূন্য হাতে
অন্য রাতে শূন্য হাতে
সে কথা তুই জানিস না রে
ভুবন আলো করে
ভবের মাঝে এলি ওরে
কালের ফেরে কাল কাটালি
নিজের ভেবে ভরলি ঝুলি
কালের ফেরে কাল কাটালি
নিজের ভেবে ভরলি ঝুলি
আপনজনের ভুলে গেলি
সারাজীবন ধরে
ভবের মাঝে এলি ওরে
মায়ের ভুবন আলো করে
অন্য রাতে শূন্য হাতে
সে কথা তুই জানিস না রে
ভুবন আলো করে
ভবের মাঝে এলি ওরে
মন ভরেছিস অহংকারে
এখন ছুটে করবে কী রে
মন ভরেছিস অহংকারে
এখন ছুটে করবে কী রে
সুখের তরী ভাসিয়ে চলে
কূল পাবে নি নীড়ে
ভবের মাঝে এলি ওরে
মায়ের ভুবন আলো করে
অন্য রাতে শূন্য হাতে
অন্য রাতে শূন্য হাতে
সে কথা তুই জানিস না রে
ভুবন আলো করে
ভবের মাঝে এলি ওরে



Writer(s): Dibakar Nath


Debolina Nandy - Vober Majhe Eli Ore
Album Vober Majhe Eli Ore
date de sortie
02-05-2021




Attention! N'hésitez pas à laisser des commentaires.