Kishore Kumar - Megh Balika paroles de chanson

paroles de chanson Megh Balika - Kishore Kumar



তুমি সাগরের স্রোতে ভেসে
যাওয়া বুকে সাক
কখনো শ্রাবনে ভেজা
শালিকের ডাক
তুমি এঁটে কাদা জলে
বরষায় ভেজা
মেঘবালিকা, তুমি মেঘবালিকা" ।।
হয়তো শিশির ভেজা
সোনালী সকাল
নিমিশে মেঘে ঢাকা
বিষাদ বিকাল
দুরের আকাশে ওঠা রংধনু তুমি
আমার হৃদয় তুমি করেছো অবাক।
তুমি সাগরের স্রোতে ভেসে
যাওয়া বুকে সাক
কখনো শ্রাবনে ভেজা
শালিকের ডাক
তুমি এঁটে কাদা জলে
বরষায় ভেজা
মেঘবালিকা, তুমি মেঘবালিকা"




Kishore Kumar - Fire Aso Na
Album Fire Aso Na
date de sortie
09-02-2010




Attention! N'hésitez pas à laisser des commentaires.