Lata Mangeshkar - Ashar Shrabon Mane Na to Mon paroles de chanson

paroles de chanson Ashar Shrabon Mane Na to Mon - Lata Mangeshkar



আষাঢ় শ্রাবন মানে না তো মন
ঝর ঝর ঝর ঝর ঝরেছে
তোমাকে আমার মনে পড়েছে
তোমাকে আমার মনে পড়েছে
আষাঢ় শ্রাবন মানে না তো মন
ঝর ঝর ঝর ঝর ঝরেছে
তোমাকে আমার মনে পড়েছে
আলোর তরীটি বেয়ে দিন চলে যায়
আঁধারের মন জ্বলে তারায় তারায়
আলোর তরীটি বেয়ে দিন চলে যায়
আঁধারের মন জ্বলে তারায় তারায়
আমার মন কেন শুধু আকুলায়
বরষন যেন কোথা হয়েছে
তোমাকে আমার মনে পড়েছে
তোমাকে আমার মনে পড়েছে
আষাঢ় শ্রাবন মানে না তো মন
ঝর ঝর ঝর ঝর ঝরেছে
তোমাকে আমার মনে পড়েছে
দিও না কখনও কিছু দিও না আমায়
সবকিছু পাওয়া হবে পেলে গো তোমায়
দিও না কখনও কিছু দিও না আমায়
সবকিছু পাওয়া হবে পেলে গো তোমায়
চোখের জলেতে বেয়ে সুখ এলো তাই
আজ মন মোহনায় মিশেছে
তোমাকে আমার মনে পড়েছে
তোমাকে আমার মনে পড়েছে
আষাঢ় শ্রাবন মানে না তো মন
ঝর ঝর ঝর ঝর ঝরেছে
তোমাকে আমার মনে পড়েছে




Lata Mangeshkar - Monihar (Original Motion Picture Soundtrack)
Album Monihar (Original Motion Picture Soundtrack)
date de sortie
01-12-1965




Attention! N'hésitez pas à laisser des commentaires.