Lata Mangeshkar - Sab Lal Pathor paroles de chanson

paroles de chanson Sab Lal Pathor - Lata Mangeshkar



সব লাল পাথরই তো চুনি হতে পারে না
সব প্রেম মিলনের মালা পেতে পারে না
পাশাপাশি দুটি ফুল ফোটে যে বাগিচায়
একজন ঠাঁই পায় দেবতার দুটি পায়
সমাধীর বেদী তার ভরে যায় একজন
সব ফুল দেবালয়ে পার্ না তো যেতে হায়।
সব লাল পাথরই তো চুনি হতে পারে না
সব প্রেম মিলনের মালা পেতে পারে না।।
কেউ বা হাসে সারাটি জীবন অশ্রু ঝরায় কারও বা নয়ন
কেউ বা দু হাতে কেবলই নিতে চায়,
কেউ বা কিছু নিতে নয় শুধু দিতে চায়,
সুখী তো সকলেই হতে চায় দুনিয়ায়
সুখী কেউ হয় কেউ দুঃখী শুধু রয়ে যায়।
সব লাল পাথরই তো চুনি হতে পারে না
সব প্রেম মিলনের মালা পেতে পারে না।।
কারও বা আশা হয়গো পূরণ হয়না সফল কারও বা স্বপন
ভিখারী মাটিতে ফেলে যে রতন পারে না দিতে তা কখনও মহাজন
প্রদীপের শিখা কারো ঘর আলো করে যায়।
কারও ঘর প্রদীপের শিখাতেই পুড়ে যায়
সব লাল পাথরই তো চুনি হতে পারে না
সব প্রেম মিলনের মালা পেতে পারে না
পাশাপাশি দুটি ফুল ফোটে যে বাগিচায়
একজন ঠাঁই পায় দেবতার দুটি পায়
সমাধীর বেদী তার ভরে যায় একজন
সব ফুল দেবালয়ে পার্ না তো যেতে হায়।
সব লাল পাথরই তো চুনি হতে পারে না
সব প্রেম মিলনের মালা পেতে পারে না।।



Writer(s): BAPPI LAHIRI, PULAK BANDHOPADHYAY


Lata Mangeshkar - Mandira (Original Motion Picture Soundtrack)
Album Mandira (Original Motion Picture Soundtrack)
date de sortie
13-11-1991




Attention! N'hésitez pas à laisser des commentaires.