Shaheb Chattopadhyay - Ami Jeneshune Bish Korechi Paan - From "Achena Uttam" paroles de chanson

paroles de chanson Ami Jeneshune Bish Korechi Paan - From "Achena Uttam" - Shaheb Chattopadhyay



জেনে শুনে বিষ করেছি পান
আমি জেনে শুনে বিষ করেছি পান
প্রাণের আশা ছেড়ে সঁপেছি প্রাণ
আমি জেনে শুনে বিষ করেছি পান
যতই দেখি তারে ততই দহি
যতই দেখি তারে ততই দহি
আপন মনঃজ্বালা নীরবে সহি
তবু পারি নে দূরে যেতে, মরিতে আসি
লই গো বুক পেতে অনল-বাণ
আমি জেনে শুনে বিষ করেছি পান
আমি জেনে শুনে বিষ করেছি পান
প্রাণের আশা ছেড়ে সঁপেছি প্রাণ
আমি জেনে শুনে বিষ করেছি পান
যতই হাসি দিয়ে দহন করে
ততই বাড়ে তৃষা প্রেমের তরে
যতই হাসি দিয়ে দহন করে
ততই বাড়ে তৃষা প্রেমের তরে
প্রেম-অমৃত-ধারা যতই যাচি
ততই করে প্রাণে অশনি দান
জেনে শুনে বিষ করেছি পান
প্রাণের আশা ছেড়ে সঁপেছি প্রাণ
আমি জেনে শুনে বিষ করেছি পান



Writer(s): Traditional, Rabindranath Tagore


Shaheb Chattopadhyay - Ami Jeneshune Bish Korechi Paan (From "Achena Uttam")



Attention! N'hésitez pas à laisser des commentaires.