Arijit Singh - Ei Bhalo Ei Kharap (Male) текст песни

Текст песни Ei Bhalo Ei Kharap (Male) - Arijit Singh



এই ভালো এই খারাপ
প্রেম মানে মিষ্টি পাপ
চলো মানে মানে দিয়ে ফেলি ডুব
তুমি আমি মিলে
দু'জনেই মন টাকে
বেঁধে ফেলি সাতপাকে
চলো ছোটখাটো করি ভুল চুক
তুমি আমি মিলে
সাজিয়েছি ছোট্ট একফালি সুখ
রাজি আছি আজকে বৃষ্টি নামুক
তুমি আমি ভিজবো দু'জনে খুব
ভরসা দিলে
এই ভাল এই খারাপ
প্রেম মানে মিষ্টি পাপ
চলো মানে মানে দিয়ে ফেলি ডুব
তুমি আমি মিলে
দেখো না এই অকাল শ্রাবণ
থেমেছে আজ হাজার বারণ জেনে
আওয়াজ শুনে আমায় ডাকো
ঢাকো চাদর আমায় কাছে এনে
রঙে রঙে ভরিয়ে দিয়েছি ঘর
ভিজে গেছি বৃষ্টি নামার পর
তুমি আমি ঘর থেকেও যাযাবর
যাচ্ছি চলে
এই ভাল এই খারাপ
প্রেম মানে মিষ্টি পাপ
চলো মানে মানে দিয়ে ফেলি ডুব
তুমি আমি মিলে
আমায় বোঝাও, আমায় পড়াও
আমায় শেখাও তোমার মনের ভাষা
আমায় দেখাও, আমায় শোনাও
আমায় বানাও তোমার শেষের আশা
সাজিয়েছি ছোট্ট একফালি সুখ
রাজি আছি আজকে বৃষ্টি নামুক
তুমি আমি ভিজবো দু'জনে খুব
ভরসা দিলে
এই ভালো এই খারাপ
প্রেম মানে মিষ্টি পাপ
চলো মানে মানে দিয়ে ফেলি ডুব
তুমি আমি মিলে
দু'জনেই মন টাকে
বেঁধে ফেলি সাতপাকে
চলো ছোটখাটো করি ভুল চুক
তুমি আমি মিলে
সাজিয়েছি ছোট্ট একফালি সুখ
রাজি আছি আজকে বৃষ্টি নামুক
তুমি আমি ভিজবো দু'জনে খুব
ভরসা দিলে




Arijit Singh - Golpo Holeo Shotti (Original Motion Picture Soundtrack)
Альбом Golpo Holeo Shotti (Original Motion Picture Soundtrack)
дата релиза
16-11-2017




Внимание! Не стесняйтесь оставлять отзывы.