Arnob feat. Sahana Bajpaie & Idrees - Tomay Gaan Shonabo - перевод текста песни на русский

Текст и перевод песни Arnob feat. Sahana Bajpaie & Idrees - Tomay Gaan Shonabo




আমার কাজের মাঝে মাঝে
আমার কাজের মাঝে মাঝে
কান্নাধারার দোলা তুমি থামতে দিলে না যে
কান্নাধারার দোলা তুমি থামতে দিলে না যে
আমার কাজের মাঝে মাঝে
আমার কাজের মাঝে মাঝে
কান্নাধারার দোলা তুমি থামতে দিলে না যে
কান্নাধারার দোলা তুমি থামতে দিলে না যে
আমায় পরশ করে প্রাণ সুধায় ভরে তুমি যাও যে সরে
আমায় পরশ করে প্রাণ সুধায় ভরে তুমি যাও যে সরে
আমায় পরশ করে প্রাণ সুধায় ভরে তুমি যাও যে সরে
আমায় পরশ করে প্রাণ সুধায় ভরে তুমি যাও যে সরে
বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাকো
বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাকো
ওগো দুখজাগানিয়া, তোমায় গান শোনাবো
ওগো দুখজাগানিয়া, তোমায় গান শোনাবো
তাই তো আমায় জাগিয়ে রাখো
তাই তো আমায় জাগিয়ে রাখো
ওগো ঘুম-ভাঙানিয়া, তোমায় গান শোনাবো
ওগো ঘুম-ভাঙানিয়া, তোমায় গান শোনাবো
চমক দিয়ে তাই তো ডাকো
চমক দিয়ে তাই তো ডাকো
বুকে চমক দিয়ে তাই তো ডাকো
বুকে চমক দিয়ে তাই তো ডাকো
ওগো দুখজাগানিয়া, তোমায় গান শোনাবো
ওগো দুখজাগানিয়া, তোমায় গান শোনাবো
ওগো দুখজাগানিয়া তোমায় গান শোনাবো
ওগো দুখজাগানিয়া তোমায় গান শোনাবো






Внимание! Не стесняйтесь оставлять отзывы.