Arnob - Ei Shohor Amar текст песни

Текст песни Ei Shohor Amar - Arnob



তুমি যদি বলো
ভোরের বেলার কাক
শব্দ করা একলা স্টিমার
ফেরিওলার হাঁক
লাঠি হাতে ডাকাত সর্দার
রাত জাগা হাইওয়ের ঘুমিয়ে পড়া কোনো এক ড্রাইভার
এই শহর আমার
এই মানুষ আমার
এই শহর আমার
এই মানুষ আমার
তুমি শুনতে কি পাও
ভিড়ের মাঝে কেউ
তুমি শুনতে কি পাও
ভিড়ের মাঝে কেউ
মতিঝিলের শাপলা ফুলে পানি
আর স্কুল বালিকার সবুজ ড্রেসখানি
মতিঝিলের শাপলা ফুলে পানি
আর স্কুল বালিকার সবুজ ড্রেসখানি
গোরস্থানে ফকির
মাজারে মাজারে জিকির
এই শহর আমার
এই মানুষ আমার
এই শহর আমার
এই মানুষ আমার
এই শহর...
এই মানুষ...
তুমি দেখতে কি চাও সেই মানুষের রুপের খেলা
লোভে, ক্রোধে, ঘৃণার জালে, অন্ধ সন্দেহে কাটে বেলা
তুমি দেখতে কি চাও সেই মানুষের রুপের খেলা
লোভে, ক্রোধে, ঘৃণার জালে, অন্ধ সন্দেহে কাটে বেলা
পন্ড সব স্বপ্ন, আর এক নতুন গল্প
এই শহর আমার
এই মানুষ আমার
এই শহর আমার
এই মানুষ আমার
এই শহর আমার
এই মানুষ আমার




Arnob - Ondho Shohor
Альбом Ondho Shohor
дата релиза
07-02-2020




Внимание! Не стесняйтесь оставлять отзывы.