Fazlur Rahman Babu - Nithua Pathare текст песни

Текст песни Nithua Pathare - Fazlur Rahman Babu



নিথুয়া পাথারে নেমেছি বন্ধু রে
ধর বন্ধু আমার কেহ নাই
নিথুয়া পাথারে নেমেছি বন্ধু রে
ধর বন্ধু আমার কেহ নাই
ধর বন্ধু আমার কেহ নাই
তোল বন্ধু আমার কেহ নাই
চিকন ধুতিখানি পড়িতে না জানি
না জানি বান্ধিতে কেশ
চিকন ধুতিখানি পড়িতে না জানি
না জানি বান্ধিতে কেশ
না জানি বান্ধিতে কেশ
না জানি বান্ধিতে কেশ
অল্প বয়সে পিরিতি করিয়া
হয়ে গেল জীবনেরও শেষ
অল্প বয়সে পিরিতি করিয়া
হয়ে গেল জীবনেরও শেষ
প্রেমেরও মুরলি বাজাতে নাহি জানি
না পারি বান্ধিতে সুর
প্রেমেরও মুরলি বাজাতে নাহি জানি
না পারি বান্ধিতে সুর
না পারি বান্ধিতে সুর
না পারি বান্ধিতে সুর
নিথুয়া পাথারে নেমেছি বন্ধু রে
ধর বন্ধু আমার কেহ নাই
ধর বন্ধু আমার কেহ নাই
তোল বন্ধু আমার কেহ নাই
ধর বন্ধু আমার কেহ নাই
তোল বন্ধু আমার কেহ নাই



Авторы: The Collected


Fazlur Rahman Babu - Monpura (Original Motion Picture Soundtrack)
Альбом Monpura (Original Motion Picture Soundtrack)
дата релиза
20-02-2014




Внимание! Не стесняйтесь оставлять отзывы.