Subir Sen - Tumi Rabey Nirabe текст песни

Текст песни Tumi Rabey Nirabe - Subir Sen



তুমি রবে নীরবে
হৃদয়ে মম
তুমি রবে নীরবে
নিবিড় নিভৃত
পূর্ণিমা নিশীথিনী-সম॥
তুমি রবে নীরবে
মম জীবন যৌবন
মম অখিল ভুবন
তুমি ভরিবে গৌরবে
নিশীথিনী-সম॥
তুমি রবে নীরবে
জাগিবে একাকী
তব করুণ আঁখি,
তব অঞ্চলছায়া
মোরে রহিবে ঢাকি।
মম দুঃখবেদন
মম সফল স্বপনতুমি
ভরিবে সৌরভে
নিশীথিনী-সম॥
তুমি রবে নীরবে
হৃদয়ে মম
তুমি রবে নীরবে



Авторы: Rabindranath Tagore, Indrajit Dey, Pratyush Banerjee


Subir Sen - Je Chhilo Aamar Swapancharini
Альбом Je Chhilo Aamar Swapancharini
дата релиза
01-01-1981




Внимание! Не стесняйтесь оставлять отзывы.