Anupam Roy - Sobai Chaay Chuti Songtexte

Songtexte Sobai Chaay Chuti - Anupam Roy




সবাই চায় ছুটি, ঘরে ফেরা ঘুটি
সবাই চায় সাগরমুখী জানলা
সবই যায় কেনা, হাজার কোটি সেনা
তাও যুদ্ধ জেতা যায় না
এরোপ্লেনে চড়ে ঘুম যাচ্ছে উড়ে
চেয়ার পেতে বসি এসো বারান্দাতে
ফুরিয়ে যাক পুঁজি
এমন জায়গা খুঁজি
যা একদম ম্যাপের বাইরে
অমরত্বের ফর্মুলাটা কি?
প্রায় সবাই জানতে চায়
নতুন আলোর সন্ধানে সবাই
শুধু ছুটে চলে যায়
দিন কাটে সব ভুলভাল ধারণায়
গন্তব্যহীন বিষণ্ণতায়
সবাই চায় ছুটি, ঘরে ফেরা ঘুটি
বাতিল ভেবে কেউ রাখে না খোঁজ
লেগে ধুলো সারা গায়
উড়বে বলে ডানা মোছে রোজ
তবু আটকে থেকে যায়
দিন কাটে রোববারের অপেক্ষায়
একঘেয়ে বিজ্ঞাপন বিষণ্ণতায়
সবাই চায় ছুটি, ঘরে ফেরা ঘুটি
সবাই চায় সাগর মুখী জানলা
সবই যায় কেনা, হাজার কোটি সেনা
তাও যুদ্ধ জেতা যায় না
এরোপ্লেনে চড়ে ঘুম যাচ্ছে উড়ে
চেয়ার পেতে বসি এসো বারান্দাতে
ফুরিয়ে যাক পুঁজি
এমন জায়গা খুজি
যা একদম ম্যাপের বাইরে



Autor(en): Anupam Roy


Attention! Feel free to leave feedback.