Arijit Singh - Hoye Jetey Paari (From "Fidaa") Songtexte

Songtexte Hoye Jetey Paari (From "Fidaa") - Arijit Singh




হয়ে যেতে পারি তোমার কথা এলে
নতুনের মতো যেন কেউ
হয়ে যেতে পারি তোমার নীল-এ অকারণে
খেলে যাওয়া ঢেউ
হয়ে যেতে পারি তোমার কথা এলে
সাথে সাথে আনমনা
হয়ে যেতে পারি আকাশ নীল-এ
মেঘেদের আল্পনা...
তোমার চুলের গন্ধে মাতোয়ারা
হয়েছি সন্ধ্যা-সকাল, অজান্তে
বলো তোমায় ছাড়া কি হবে আর আমার
তোমার হাসির সঙ্গে ছলকে পড়া
ইশারা মেলালো তাল, অজান্তে
বলো তোমায় ছাড়া কি হবে আর আমার
কখনো, দেখেছো কি ভেবে তুমি?
কতটা এগিয়েছি, আদরের কাছাকাছি
আমি, তোমার, সাথে কখনো
শুনেছো কি কান পেতে?
আমাদের নাম লেখা
গান গায় কত পাখি
আমার, তোমার কাছে
তোমার চুলের গন্ধে মাতোয়ারা
হয়েছি সন্ধ্যা-সকাল, অজান্তে
বলো তোমায় ছাড়া কি হবে আর আমার
তোমার হাসির সঙ্গে ছলকে পড়া
ইশারা মেলালো তাল, অজান্তে
বলো তোমায় ছাড়া কি হবে আর আমার
জানিনা, কত রাত পার করে
তোমাকে কুড়িয়ে পাবো
আদরের আশেপাশে
তোমায় নিজের মতো বলে দাও
মেঘে মেঘে বেলা হলে
মনে মনে কথা যতো
লুকিয়েছো জেনে বুঝে
তুমি, তোমার কাছে
তোমার চুলের গন্ধে মাতোয়ারা
হয়েছি সন্ধ্যা-সকাল, অজান্তে
বোলো তোমায় ছাড়া কি হবে আর আমার
তোমার হাসির সঙ্গে ছলকে পড়া
ইশারা মেলালো তাল, অজান্তে
বলো তোমায় ছাড়া কি হবে আর আমার



Autor(en): PRASEN, ARINDOM



Attention! Feel free to leave feedback.