ARK - Bangladesh Songtexte

Songtexte Bangladesh - Ark




যে মাটির পরতে পরতে
সুধা গন্ধ বীজ ঘুমিয়ে আছে
সবুজের সারি রাঙা আল্পনায়
রাখালিয়া সুর মিশে একাকার
মাটি নয় অন্য মাটি
প্রতিভায় বরেণ্য ঘাঁটি
সাধু সন্যাসী পরিজন ভুলে
বেধেছে শানি কি মায়া জালে
যে মাটির মায়া কৃষাণির ছায়ায়
কি মাতমধূলা
শিল্পির তুলি খোলা অঞ্জলি
কভু যায় ভুলা?
বাংলাদেশ বাংলাদেশ
বাংলাদেশ এই বাংলাদেশ
যে মায়ের বুকে হেঁটে হেঁটে যায়
খাল বিল নদী অমৃত ধারায়
মাটে নয় অন্য মাটে
উপশম করে যে ব্যথা
লাখো সন্তানের দুখী অন্তরে
বিয়োগের পাশে স্বজনের বেশে
যে মায়ের সুর কুঞ্জনে পিয়ো পাপিয়ায়
পথে প্রান্তরে যেন নকশি কাথাঁ
বাংলাদেশ, বাংলাদেশ
বাংলাদেশ এই বাংলাদেশ
পীর-আউলিয়া, হাসন রাজা, জয়নুল, কবি নজরুল,
আব্বাস উদ্দিন, রবিন্দ্র, বীর অমর গাথাঁ
বাংলাদেশ, বাংলাদেশ
বাংলাদেশ এই বাংলাদেশ
যে মাড়ির মায়ায় কৃষাণির ছায়ায়
কি মাতম ধূলা
শিল্পীর তুলি খোলা অঞ্জলি
কভু যায় ভুলা?
বাংলাদেশ, বাংলাদেশ
বাংলাদেশ এই বাংলাদেশ




ARK - Jonmo Bhumi
Album Jonmo Bhumi
Veröffentlichungsdatum
25-02-2017



Attention! Feel free to leave feedback.