ARK - Bhule Ki Gechho Songtexte

Songtexte Bhule Ki Gechho - AR-K




ভুলে গেছি কবে
এক জোছনা রাতে
আধো আলোতে আর আঁধারে
মন ময়ূরী সাঁজে
উপচে পরা ভাবে
বাহু যুগলে হারিয়ে গেলে
যা ছিল আড়ালের পরিচয়
বুঝিনি কখন তা হয়ে গেলো পরিণয়
শুধু বুঝেছি এই হৃদয়ে
যে ছোঁয়া লেগেছে তা জ্বালাময়
তুমি আমার সুরে সুরে
আছো হৃদ জুড়ে
স্বপ্ন মাখা কল্পনায়
দিগন্তের একি ঠিকানা
যেখানে সীমানা
তুমি আমি তেমনি
এক হয়ে মিশে যাই
আজো মনে পরে
একলা বসে ঘড়ে
মিছে আলাপন আর বৃষ্টিক্ষণ
স্পর্শ কাতরতা, ভাঙল অসাড়তা
জোড়া অধরে তুমি জুড়ে গেলে
যা ছিল আড়ালের পরিচয়
বুঝিনি কখন তা হয়ে গেলো পরিণয়
শুধু বুঝেছি এই হৃদয়ে
যে ছোঁয়া লেগেছে তা জ্বালাময়
তুমি আমার সুরে সুরে
আছো হৃদ জুড়ে
স্বপ্ন মাখা কল্পনায়
দিগন্তের একি ঠিকানা
যেখানে সীমানা
তুমি আমি তেমনি
এক হয়ে মিশে যাই
দিন গুলো হারিয়ে যায়
বহমান স্রোতের ধারায়
মন... মন তো আজও পরে আছে
তোমাকে পাবার আশায়
তুমি আমার সুরে সুরে
আছো হৃদ জুড়ে
স্বপ্ন মাখা কল্পনায়
দিগন্তের একি ঠিকানা
যেখানে সীমানা
তুমি আমি তেমনি
এক হয়ে মিশে যাই
তুমি আমার সুরে সুরে
আছো হৃদ জুড়ে
স্বপ্ন মাখা কল্পনায়
দিগন্তের একি ঠিকানা
যেখানে সীমানা
তুমি আমি তেমনি
এক হয়ে মিশে যাই





Attention! Feel free to leave feedback.