Arnob - Kotha Hotey Baje Songtexte

Songtexte Kotha Hotey Baje - Arnob




কোথা হতে বাজে প্রেমবেদনা রে
কোথা হতে বাজে প্রেমবেদনা রে
ধীরে ধীরে বুঝি অন্ধকারঘন
ধীরে ধীরে বুঝি অন্ধকারঘন
হৃদয়-অঙ্গনে আসে সখা মম
কোথা হতে বাজে প্রেমবেদনা রে
কোথা হতে বাজে প্রেমবেদনা রে
সকল দৈন তব দূর করো ওরে
সকল দৈন তব পুরো করো ওরে
ঢাকো সুখে ওরে প্রাণ
সকল দৈন তব দূর করো ওরে,
ঢাকো সুখে ওরে প্রাণ
সকল প্রদীপ তব জ্বালো রে, জ্বালো রে
সকল প্রদীপ তব জ্বালো রে, জ্বালো রে
ডাকো অকূল স্বরে, এসো হে প্রিয়তম
ডাকো অকূল স্বরে, এসো হে প্রিয়তম
কোথা হতে বাজে প্রেমবেদনা রে
কোথা হতে বাজে প্রেমবেদনা রে
ধীরে ধীরে বুঝি অন্ধকারঘন
ধীরে ধীরে বুঝি অন্ধকারঘন
হৃদয়-অঙ্গনে আসে সখা মম
কোথা হতে বাজে প্রেমবেদনা রে
কোথা হতে বাজে প্রেমবেদনা রে



Autor(en): RABINDRANATH TAGORE


Arnob - Adheko Ghume
Album Adheko Ghume
Veröffentlichungsdatum
08-01-2017




Attention! Feel free to leave feedback.