Songtexte Tui Ki Janish Na - Arnob
তুই
কি
জানিস
না
তোর
জন্য
কান্না
ভোরের
ঘাসের
ঠোটে
শিশির
হয়ে
জোটে?
জানিসনা
কি
তুই
ঠিক
যখনি
ছুঁই
তোর
চোখের
পাতা,
চুল;
অমনি
ফোটে
ফুল?
(অমনি
ফোটে
ফুল,
অমনি
ফোটে
ফুল)
তুই
কি
জানিস
না
তোর
জন্য
কান্না
ভোরের
ঘাসের
ঠোটে
শিশির
হয়ে
জোটে?
জানিসনা
কি
তুই
ঠিক
যখনি
ছুঁই
তোর
চোখের
পাতা,
চুল;
অমনি
ফোটে
ফুল?
(অমনি
ফোটে
ফুল,
অমনি
ফোটে
ফুল)
তুই
নেই
বলে
পাতা
গুলো
সব
ফাঁকা
তুই
নেই
বলে
মনে
শুধু
করে
খাঁ
খাঁ
তুই
নেই
বলে
পাতা
গুলো
সব
ফাঁকা
তুই
নেই
বলে
মনে
শুধু
করে
খাঁ
খা
তুই
নেই
বলে
পাতা
গুলো
সব
ফাঁকা
তুই
নেই
বলে
মনে
শুধু
করে
খাঁ
খা
তুই
নেই
বলে
একলা
শালিখ
ডাকে
তুই
নেই
বলে
মধু
নেই
মৌচাকে
তুই
নেই
তাই
মেঘ
কাঁদে
হয়
জল
তুই
আসবি
আসবিটা
কবে
বল?
তুই
কাছে
নেই
তাই
বিচ্ছিরি
লাগে
রাত
বিচ্ছিরি
লাগে
দিন
বিচ্ছিরি
লাগে
রাত
বিচ্ছিরি
লাগে
তিন
তুই
কাছে
নেই
তাই
বিচ্ছিরি
লাগে
রাত
বিচ্ছিরি
লাগে
দিন
বিচ্ছিরি
লাগে
সাত
বিচ্ছিরি
লাগে
(বিচ্ছিরি
লাগে)
তবু
তুই
রয়েছিস
বলে
তবু
তুই
রয়েছিস
বলে
ঘাস
ফুলে
জল
দোলে
তবু
তুই
রয়েছিস
বলে
ঘাস
ফুলে
জল
দোলে
দোলে
তবু
তুই
রয়েছিস
তাই
তারাদের
রোশনাই
তুই
রয়েছিস
জানি
স্বপ্নের
হাতছানি
তুই
রয়েছিস
তাই
তারাদের
রোশনাই
তুই
রয়েছিস
জানি
স্বপ্নের
হাতছানি
সুরে
দূর
থেকে
ডাকে
মধ্যে
রাস্তার
বাঁকে
তুই
রয়েছিস
তাই
ওদের
সাথে
যাই...
তুই
কি
জানিস
না
তোর
জন্য
কান্না
ভোরের
ঘাসের
ঠোটে
শিশির
হয়ে
জোটে?
জানিসনা
কি
তুই
ঠিক
যখনি
ছুঁই
তোর
চোখের
পাতা,
চুল;
অমনি
ফোটে
ফুল?
(অমনি
ফোটে
ফুল,
অমনি
ফোটে
ফুল)
তুই
কি
জানিস
না
তোর
জন্য
কান্না?
জানিসনা
কি
তুই
ঠিক
যখনি
ছুঁই?
রারারারারা
রারারারা
রারারা
রারা
রা

1 Hok Kolorob
2 Tor Jonno
3 Prokrito Jol
4 Chalak Tumi
5 Tui Ki Janishna 2
6 Tui Ki Janish Na
7 Bakshe Bakshe
8 Shomoy Kate
9 Muhurto
10 Tomar Jonno
11 Bhalobasha Tar Por
Attention! Feel free to leave feedback.