Songtexte E Mon Tomake (LoFi) - Babul Supriyo feat. DJ Rik & Dj Jits
এই
মন
তোমাকে
চায়
কাছে
পেতে
ও,
মায়াবী
এই
জোছনায়,
মায়াবী
এই
জোছনায়
ও,
রাত
রুপোলি
তারায়
ভরা
আঁধার
আঙিনায়
এই
মন
তোমাকে
চায়
কাছে
পেতে
ও,
মায়াবী
এই
জোছনায়,
মায়াবী
এই
জোছনায়
ও,
রাত
রুপোলি
তারায়
ভরা
আঁধার
আঙিনায়
কিছু
কথা,
কিছু
ব্যথা,
কিছু
কিছু
নীরবতা
চোখে
চোখে
কী
যে
ভাষা,
মন
মনে
কত
আশা
কিছু
কথা,
কিছু
ব্যথা,
কিছু
কিছু
নীরবতা
চোখে
চোখে
কী
যে
ভাষা,
মন
মনে
কত
আশা
তারাদের
জলসাতে
এই
মন
যে
যেতে
চায়
রাত
রুপোলি
তারায়
ভরা,
আঁধার
আঙিনায়
এই
মন
তোমাকে
চায়
কাছে
পেতে
মায়াবী
এই
জোছনায়,
মায়াবী
এই
জোছনায়
Attention! Feel free to leave feedback.