Bappa Mazumder feat. Fahmida Nabi, Lincoln D'Costa, Sabrina Saba, Sharmin Lucky & Rupok Akondo - Shopno Ghatok Songtexte

Songtexte Shopno Ghatok - Bappa Mazumder , Fahmida Nabi , Sabrina Saba , Rupok Akondo




Jogging-এর দলে আর প্রিয় সাইকেলে
দিতো পাড়ি সে কুয়াশার ভোর
তার পায়ের পাতায় পাতায় শিশিরের আস্তর
Jogging-এর দলে আর প্রিয় সাইকেলে
দিতো পাড়ি সে কুয়াশার ভোর
তার পায়ের পাতায় এখন বেদনার আস্তর
ভাবেনি তো সে জীবনের হবে দাম এত সস্তা
হাজারো স্বপ্ন বানাবে লাশ ঘাতকের চাকা
যতদিন ঘাতকবিহীন নিরাপদ হবে না রাস্তা
শহর-বন্দর-গ্রামে ঝুলবে প্রতিবাদের তালা
চেয়েছিল মেয়ে যাবে ছুঁয়ে উঁচু থেকে উঁচু
স্বপ্ন এখন তার কাফনে ঢাকা
তারাদের সাথে আছে সে বহুদূর
চেয়েছিল মেয়ে যাবে ছুঁয়ে উঁচু থেকে উঁচু
স্বপ্ন এখন তার কাফনে ঢাকা
তারাদের সাথে আছে সে বহুদূর
যত তারে ডাকি কাছে, মিছে এই চাওয়া
পাহাড়ও জানে তারে যাবে না ছোঁয়া
যত তারে ডাকি কাছে, মিছে এই চাওয়া
পাহাড়ও জানে তারে যাবে না ছোঁয়া
আহা, ভাবেনি তো সে জীবনের হবে দাম এত সস্তা
হাজারো স্বপ্ন বানাবে লাশ ঘাতকের চাকা
যতদিন ঘাতকবিহীন নিরাপদ হবে না রাস্তা
শহর-বন্দর-গ্রামে ঝুলবে প্রতিবাদের তালা
যতদিন ঘাতকবিহীন নিরাপদ হবে না রাস্তা
শহর-বন্দর-গ্রামে ঝুলবে প্রতিবাদের তালা
ভাবেনি তো সে জীবনের হবে দাম এত সস্তা
হাজারো স্বপ্ন বানাবে লাশ ঘাতকের চাকা
যতদিন ঘাতকবিহীন নিরাপদ হবে না রাস্তা
শহর-বন্দর-গ্রামে ঝুলবে প্রতিবাদের তালা
Jogging-এর দলে আর প্রিয় সাইকেলে
দিতো পাড়ি সে কুয়াশার ভোর
তার পায়ের পাতায় এখন বেদনার আস্তর



Autor(en): Golam Murshed


Bappa Mazumder feat. Fahmida Nabi, Lincoln D'Costa, Sabrina Saba, Sharmin Lucky & Rupok Akondo - Shopno Ghatok - Single
Album Shopno Ghatok - Single
Veröffentlichungsdatum
03-04-2023



Attention! Feel free to leave feedback.
//}