Songtexte Tomra Jatoi Aghat Karo - Kishore Kumar , Bappi Lahiri
তোমরা
যতই
আঘাত
করো
নেই
কো
অপমান
শুধু
আমায়
দাও
গো
সু্যোগ
শোনাতে
এই
গান
তোমরা
যতই
তোমরা
যতই
আঘাত
করো
নেই
কো
অপমান
শুধু
আমায়
দাও
গো
সু্যোগ
শোনাতে
এই
গান
তোমরা
যতই
তোমরা
যতই
আঘাত
করো
নেই
কো
অপমান
শুধু
আমায়
দাও
গো
সু্যোগ
শোনাতে
এই
গান
তোমরা
যতই
আঘাত
করো
আমার
গুরুর
নামে
আমি
করছি
শপথ
ভাই
শুধু
যে
চাই
গান
শুনতে
আর
কিছু
না
চাই
আমার
গুরুর
নামে
আমি
করছি
শপথ
ভাই
শুধু
যে
চাই
গান
শুনতে
আর
কিছু
না
চাই
ব্যথার
ডালি
বক্ষে
ধরি
গরল
করি
পান
তোমরা
যতই
তোমরা
যতই
আঘাত
করো
নেই
কো
অপমান
শুধু
আমায়
দাও
গো
সু্যোগ
শোনাতে
এই
গান
তোমরা
যতই
আঘাত
করো
নাম
না
জানা
অনেক
ফুলেই
পথের
ধারে
ফোটে
জীবনটা
যায়
ঝরে
ঝরে
ফুলদানি
না
জোটে
নাম
না
জানা
অনেক
ফুলেই
পথের
ধারে
ফোটে
জীবনটা
যায়
ঝরে
ঝরে
ফুলদানি
না
জোটে
দু-পায়েতে
মারিয়ে
গেলেও
নেই
যে
অভিমান
তোমরা
যতই
তোমরা
যতই
আঘাত
করো
নেই
কো
অপমান
শুধু
আমায়
দাও
গো
সু্যোগ
শোনাতে
এই
গান
তোমরা
যতই
আঘাত
করো
Attention! Feel free to leave feedback.