Bhoomi - Konnya Re Songtexte

Songtexte Konnya Re - Bhoomi




কন্যা, আমার এই শহরে এমনতর বাস
ঘোরেই কেটে যায় আমার দিন, বৎসর, মাস।
যাই ভাবি ঠিক, কাছে গিয়া দেখি ভুল
তোরে ছাড়া কন্যা আমার সবই সর্বনাশ।
আমার আউলা থাউলা জীবন কখন কোন খানে যায়, নাই তার ঠিক...
আমার আউলা থাউলা জীবন...
দিক খুঁজি না, কন্যা শুধু যাই উড়ে,
যেদিক পানে বাতাস নিয়া যায় মোরে।
আমার আউলা থাউলা জীবন...
কন্যা রে কন্যা রে...



Autor(en): Soumitro Ray



Attention! Feel free to leave feedback.