DJ Rahat feat. Parvez Sazzad - Folk Mashup (feat. Parvez Sazzad) Songtexte

Songtexte Folk Mashup (feat. Parvez Sazzad) - DJ Rahat , Parvez Sazzad




আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে?
আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে?
দিনে রাইতে তোমায় আমি
দিনে রাইতে তোমায় আমি খুঁইজা মরি রে
আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে?
আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে?
বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে
বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে
দেওয়ানা বানাইছে রে
কী জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে
কী জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে
কেমনে ভুলিবো আমি
কেমনে ভুলিবো আমি, বাঁচি না তারে ছাড়া
আমি ফুল, বন্ধু ফুলের ভ্রমরা
সখী গো, আমি ফুল, বন্ধু ফুলের ভ্রমরা
কেমনে ভুলিবো আমি
কেমনে ভুলিবো আমি, বাঁচি না তারে ছাড়া
আমি ফুল, বন্ধু ফুলের ভ্রমরা
সখী গো, আমি ফুল, বন্ধু ফুলের ভ্রমরা
সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর
মন রে, ঘুণে করলো জরজর
আমি কী করে বাস করিবো এই ঘরে রে
হায় রে, তুই সে আমার মন
আমার মন, তোরে পারলাম না বুঝাইতে রে
তুই সে আমার মন
আছেন আমার মোক্তার
আছেন আমার বারিস্টার
আছেন আমার মোক্তার
আছেন আমার বারিস্টার
শেষ বিচারের হাইকোর্টেতে
তিনিই আমায় করবেন পার
আমি পাপী, তিনি জামিনদার
আমি পাপী, তিনি জামিনদার
তুমি জানো না, জানো না রে, প্রিয়
তুমি মোর জীবনের সাধনা
তোমায় প্রথম যেদিন দেখেছি
মনে আপন মেনেছি
তুমি বন্ধু আমার বেদন বুঝো না
তুমি জানো না
তুমি জানো না রে, প্রিয়
তুমি মোর জীবনের সাধনা
সোনা বন্ধে আমারে পাগল করিলো
সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো
কী জানি কী মন্ত্র দিয়া জাদু করিলো
সোনা বন্ধে
সোনা বন্ধে আমারে পাগল করিলো
সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো
দয়াল বাবা, কেবলা কাবা, আয়নার কারিগর
দয়াল বাবা, কেবলা কাবা, আয়নার কারিগর
আয়না বসাইয়া দে মোর কলবের ভেতর, বাবা রে
আয়না বসাইয়া দে মোর কলবের ভেতর
দয়াল বাবা, কেবলা কাবা, আয়নার কারিগর
দয়াল বাবা, কেবলা কাবা, আয়নার কারিগর
আয়না বসাইয়া দে মোর কলবের ভেতর, বাবা রে
আয়না বসাইয়া দে মোর কলবের ভেতর
মন, আমার দেহঘড়ি সন্ধান করি
কোন মিস্তুরী বানাইয়াছে
মন, আমার দেহঘড়ি
একটা চাবি মাইরা
একটা চাবি মাইরা দিছে ছাইড়া
চাবি মাইরা দিছে ছাইড়া
জনম ভইরা চলতে আছে
মন, আমার দেহঘড়ি সন্ধান করি
কোন মিস্তুরী বানাইয়াছে
মন, আমার দেহঘড়ি
লোকে বলে, বলে রে, ঘরবাড়ি ভালা না আমার
লোকে বলে, বলে রে, ঘরবাড়ি ভালা না আমার
কী ঘর বানাইমু আমি
কী ঘর বানাইমু আমি শূন্যের মাঝার
লোকে বলে, বলে রে, ঘরবাড়ি ভালা না আমার
ও, লোকে বলে, বলে রে, ঘরবাড়ি ভালা না আমার



Autor(en): Rahat Hayat Khan


DJ Rahat feat. Parvez Sazzad - Folk Mashup (feat. Parvez Sazzad) - Single
Album Folk Mashup (feat. Parvez Sazzad) - Single
Veröffentlichungsdatum
01-10-2019



Attention! Feel free to leave feedback.
//}