Debabrata Biswas - Sakaruno Benu Songtexte

Songtexte Sakaruno Benu - Debabrata Biswas




সকরুণ বেণু বাজায়ে কে যায়
কে যায় বিদেশী নায়ে
তাহারি রাগিণী লাগিল লাগিল গায়ে
সকরুণ বেণু বাজায়ে কে যায়
কে যায় বিদেশী নায়ে
সে সুর বাহিয়া ভেসে আসে কার
সুদূর বিরহবিধুর হিয়ার
অজানা বেদনা, সাগরবেলার অধীর বায়ে
বনের ছায়ে
সকরুণ বেণু বাজায়ে কে যায়
কে যায় বিদেশী নায়ে
তাই শুনে আজি বিজন প্রবাসে হৃদয়মাঝে
শরৎশিশিরে ভিজে ভৈরবী নীরবে বাজে
ছবি মনে আনে আলোতে গীতে
যেন জনহীন নদীপথটিতে
কে চলেছে জলে কলস ভরিতে
অলস পায়ে বনের ছায়ে
সকরুণ বেণু বাজায়ে কে যায়
কে যায় বিদেশী নায়ে





Attention! Feel free to leave feedback.