Debabrata Biswas - Udaashini Beshey Bideshini Songtexte

Songtexte Udaashini Beshey Bideshini - Debabrata Biswas




উদাসিনী-বেশে বিদেশিনী কে সে
নাইবা, নাইবা তাহারে জানি
রঙে রঙে লিখা আঁকি মরীচিকা মনে মনে ছবিখানি
নাইবা, নাইবা তাহারে জানি
উদাসিনী-বেশে বিদেশিনী কে সে
নাইবা, নাইবা তাহারে জানি
পুবের হাওয়ায় তরীখানি তার
এই ভাঙা ঘাট কবে হল পার
দূর নীলিমার বক্ষে তাহার উদ্ধত বেগ হানি
নাইবা, নাইবা তাহারে জানি
মুগ্ধ আলসে গণি একা বসে
পলাতকা যত ঢেউ
যারা চলে যায় ফেরে না তো হায়
পিছুপানে আর কেউ
মনে জানি কারো নাগাল পাব না
তবু যদি মোর উদাসী ভাবনা
কোনো বাসা পায় সেই দুরাশায়
গাঁথি সাহানায় বাণী
নাইবা, নাইবা তাহারে জানি
উদাসিনী-বেশে বিদেশিনী কে সে
নাইবা, নাইবা তাহারে জানি




Attention! Feel free to leave feedback.