Anjali Mukherjee - Reshmi Churir Tale Songtexte
Anjali Mukherjee Reshmi Churir Tale

Reshmi Churir Tale

Anjali Mukherjee



Songtexte Reshmi Churir Tale - Dr. Anjali Mukherjee




রেশমি চুড়ির তালে কৃষ্ণচূড়ার ডালে
রেশমি চুড়ির তালে কৃষ্ণচূড়ার ডালে
"পিউ কাহাঁ, পিউ কাহাঁ" ডেকে ওঠে পাপিয়া
"পিউ কাহাঁ, পিউ কাহাঁ" ডেকে ওঠে পাপিয়া
রেশমি চুড়ির তালে কৃষ্ণচূড়ার ডালে
আঙিনায় ফুল গাছে
প্রজাপতি নাচে
আঙিনায় ফুল গাছে
প্রজাপতি নাচে
ফেরে মুখের কাছে আদর যাচিয়া
ফেরে মুখের কাছে আদর যাচিয়া
ডেকে ওঠে পাপিয়া
রেশমি চুড়ির তালে কৃষ্ণচূড়ার ডালে
দুলে দুলে বনলতা
দুলে দুলে বনলতা
কহিতে চাহে কথা
দুলে দুলে বনলতা
কহিতে চাহে কথা
বাজে তারি আকুলতা
কানন ছাপিয়া
বাজে তারি আকুলতা
কানন ছাপিয়া
ডেকে ওঠে পাপিয়া
রেশমি চুড়ির তালে কৃষ্ণচূড়ার ডালে
শ্যামলী কিশোরী মেয়ে
শ্যামলী কিশোরী মেয়ে
থাকে দূর নভে চেয়ে
শ্যামলী কিশোরী মেয়ে
থাকে দূর নভে চেয়ে
কালো মেঘ আসে ধেয়ে
গগন ব্যাপিয়া
কালো মেঘ আসে ধেয়ে
গগন ব্যাপিয়া
ডেকে ওঠে পাপিয়া
রেশমি চুড়ির তালে কৃষ্ণচূড়ার ডালে
রেশমি চুড়ির তালে
রেশমি চুড়ির তালে
রেশমি চুড়ির তালে কৃষ্ণচূড়ার ডালে
"পিউ কাহাঁ, পিউ কাহাঁ" ডেকে ওঠে পাপিয়া
রেশমি চুড়ির তালে কৃষ্ণচূড়ার ডালে






Attention! Feel free to leave feedback.