Dwijen Mukherjee - Kichhu Bolbo Bole Songtexte

Songtexte Kichhu Bolbo Bole - Dwijen Mukherjee




কিছু বলব বলে এসেছিলেম
রইনু চেয়ে না বলে
কিছু বলব বলে এসেছিলেম
দেখিলাম খোলা বাতায়নে
মালা গাঁথো আপন মনে, মালা গাঁথো
গাও গুন গুন গুঞ্জরিয়া
যূথীকুঁড়ি নিয়ে কোলে
কিছু বলব বলে এসেছিলেম
সারা আকাশ তোমার দিকে
চেয়ে ছিল অনিমিখে, সারা আকাশ
মেঘ ছেঁড়া আলো এসে পড়েছিল
কালো কেশে পড়েছিল
মেঘ ছেঁড়া আলো এসে পড়েছিল
কালো কেশে পড়েছিল
বাদল মেঘে মৃদুল হাওয়ায়
অলক দোলে
কিছু বলব বলে এসেছিলেম
সারা আকাশ তোমার দিকে
চেয়ে ছিল অনিমিখে, সারা আকাশ
মেঘ ছেঁড়া আলো এসে পড়েছিল
কালো কেশে পড়েছিল
মেঘ ছেঁড়া আলো এসে পড়েছিল
কালো কেশে পড়েছিল
বাদল মেঘে মৃদুল হাওয়ায়
অলক দোলে
কিছু বলব বলে এসেছিলেম
রইনু চেয়ে না বলে
কিছু বলব বলে এসেছিলেম



Autor(en): Rabindranath Tagore


Attention! Feel free to leave feedback.