Firoza Begum - Ghumer Chhaya Chander Chokhe Songtexte

Songtexte Ghumer Chhaya Chander Chokhe - Firoza Begum




ঘুমের ছায়া চাঁদের চোখে
মধুরাত নাহি বাকি
মধুরাত নাহি বাকি
মুখপানে মোর রয়েছে জাগি
মদির তব আঁখি
মদির তব আঁখি
ঘুমের ছায়া চাঁদের চোখে
মধুরাত নাহি বাকি
মধুরাত নাহি বাকি
যে আঁখিতে লাজ ছিল গো
সেথা প্রেমের ভাষা
যে আঁখিতে লাজ ছিল গো
সেথা প্রেমের ভাষা
হিয়া যে চাহে মধুরাতে
পরাতে তোমায় মিলন রাখী
ঘুমের ছায়া চাঁদের চোখে
মধুরাত নাহি বাকি
মধুরাত নাহি বাকি
আধো জোছনায় আবেশ লাগে
অধর নীরব, শুধু নয়ন জাগে
আধো জোছনায় আবেশ লাগে
অধর নীরব, শুধু নয়ন জাগে
হৃদয় কহে আমি তোমারই
নীরব ভাষায় সাথীরে ডাকি
হয়তো নিশি সারাজীবনে
আসিবে না ফিরে কোনো ক্ষণে
হয়তো নিশি সারাজীবনে
আসিবে না ফিরে কোনো ক্ষণে
ক্ষণিক মিলনে মিলেছি দু'জনে
রাতজাগা দু'টি পাখি
রাতজাগা দু'টি পাখি
হিয়া যে চাহে মধুরাতে
পরাতে তোমায় মিলন রাখী
ঘুমের ছায়া চাঁদের চোখে
মধুরাত নাহি বাকি
মধুরাত নাহি বাকি




Attention! Feel free to leave feedback.