Firoza Begum - Jetha Gaan Theme Jay Songtexte

Songtexte Jetha Gaan Theme Jay - Firoza Begum




যেথা গান থেমে যায় দীপ নেভে হায়
মিলনের নিশি ভোরে
যদি মনে পড়ে, সেথায় খুঁজিও মোরে
যেথা গান থেমে যায়
সেই হারানো স্মৃতির দেশে
যদি দাঁড়াও কখনো এসে
ভুল করে শুধু ডাকিও আমায়
ভুলে যাওয়া নাম ধরে
যদি মনে পড়ে সেথায় খুঁজিও মোরে
যেথা গান থেমে যায়
তোমার সে ডাকে ঝরাফুল সাথে ফাগুন আসিবে ফিরে
মনে হবে কার প্রেম জেগে রয় মরা অতীতের তীরে
মনে হবে কে তোমার ছিল সবচেয়ে আপনার
মনে হবে কে তোমার ছিল সবচেয়ে আপনার
কোন সে বিরহী তোমার ভুবন গিয়াছে শূন্য করে
যদি মনে যদি মনে পড়ে, সেথায় খুঁজিও মোরে
যেথা গান থেমে যায় দীপ নেভে হায়
মিলনের নিশি ভোরে
যদি মনে পড়ে, সেথায় খুঁজিও মোরে
যেথা গান থেমে যায়




Attention! Feel free to leave feedback.