Habib - Akankha Songtexte

Songtexte Akankha - Habib




দিন যায়...
আমার প্রেম যায় বেড়ে...
দিন যায়
আমার প্রেম যায় বেড়ে
কতদিন হল দেখি না তারে
কেমনে থাকে সুখ মনের ঘরে
মিটবে না সাধ এক নজর দেখলে
দেখতে চাই তারে শত জনম ফেলে
দিন যায়, আমার প্রেম যায় বেড়ে...
দিন যায়, আমার প্রেম যায় বেড়ে
যা, খুঁজে নিয়ে আয় তারে।
ভুলে যাব তারে ভেবেছি বহুবার
এত ভালবেসে শক্তি নেই ভুলবার।
ভুলে যাব তারে ভেবেছি বহুবার
এত ভালবেসে শক্তি নেই ভুলবার।
সে যেন প্রেমের আলো
আমার আঁধার মনের ঘরে।
দিন যায়, আমার প্রেম যায় বেড়ে...
দিন যায়, আমার প্রেম যায় বেড়ে
যা, খুঁজে নিয়ে আয় তারে।
বল রে সখা, কোথায় তারে পাই খুজে,
তার চেয়ে বরং তুই থাকনা চোখ বুজে,
চোখেরও দুনিয়ায় পেয়ে যাবি দেখা তার,
যে ছিল তোর প্রেম কবেকার...
বল রে সখা, কোথায় তারে পাই খুজে,
তার চেয়ে বরং তুই থাকনা চোখ বুজে,
চোখেরও দুনিয়ায় পেয়ে যাবি দেখা তার,
যে ছিল তোর প্রেম কবেকার
যেদিন দেখব তারে ছুঁয়ে দেব মন
মন তার মনেই করব সমর্পণ
যেদিন দেখব তারে ছুঁয়ে দেব মন
মন তার মনেই করব সমর্পণ
তোরা কি বলতে পারিস
কবে আমি দেখব তারে?
দিন যায়, আমার প্রেম যায় বেড়ে...
দিন যায়, আমার প্রেম যায় বেড়ে
যা খুজে নিয়ায় তারে...



Autor(en): traditional



Attention! Feel free to leave feedback.