Hemant Kumar feat. Rabindranath Tagore & Ri8 Music - Tumi Robe Nirobe (From "Kuheli") - Chill Lofi Songtexte

Songtexte Tumi Robe Nirobe (From "Kuheli") - Chill Lofi - Hemant Kumar , Rabindranath Tagore




মম জীবন যৌবন, মম অখিল ভুবন
তুমি ভরিবে গৌরবে নিশীথিনী-সম
তুমি রবে নীরবে হৃদয়ে মম
তুমি রবে নীরবে
জাগিবে একাকী তব করুণ আঁখি
তব অঞ্চলছায়া মোরে রহিবে ঢাকি
মম দুঃখবেদন, মম সফল স্বপন
মম দুঃখবেদন, মম সফল স্বপন
তুমি ভরিবে সৌরভে নিশীথিনী-সম
তুমি রবে নীরবে হৃদয়ে মম
তুমি রবে নীরবে
নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী-সম
তুমি রবে নীরবে



Autor(en): Rabindranath Tagore



Attention! Feel free to leave feedback.