Jewel - Tumi Nei Songtexte

Songtexte Tumi Nei - Jewel




কোন ব্যাথায় বুক ভেঙে যায়
কখনো বোঝোনি তুমি
এক নীড় ভাঙা পাখি একাকী কাদে
কখনো শোনোনি তুমি
কতটা ব্যাথা পেয়ে কেদেছি এই আমি
কি করে তোমাকে বোঝাই,
বলো না তুমি?
কি করে তোমাকে বোঝাই,
কি করে?
কোন ব্যাথায় বুক ভেঙে যায়
কখনো বোঝোনি তুমি
এক নীড় ভাঙা পাখি একাকী কাদে
কখনো শোনোনি তুমি
কতটা ব্যাথা পেয়ে, কেদেছি এই আমি
কি করে তোমাকে বোঝাই,
বলো না তুমি?
কি করে তোমাকে বোঝাই,
কি করে?
...
আমার চোখ বেয়ে বেয়ে
বয়ে গেছে দুখের-ই নদী
একা চাদ জাগে রাত আমার সাথে
দুজনে সমান বিবাগী
অনেক অভিমানে রাত উদাসী
তারারা আলো জালেনি
কি করে তোমাকে বোঝাই?
কি করে তোমাকে বোঝাই?
তোমার পথ চেয়ে চেয়ে
ফাগুন গিয়েছে চলে
পাতাঝরা গোধূলী গিয়েছে ফিরে
কিছুই যায়নি বলে
ফেরারী সেই ক্ষনে কেদেছে বাতাস
কেদেছি একাকী আমি
কি করে তোমাকে বোঝাই?
কি করে তোমাকে বোঝাই?
কোন ব্যাথায় বুক ভেঙে যায়
কখনো বোঝোনি তুমি
এক নীড় ভাঙা পাখি একাকী কাদে
কখনো শোনোনি তুমি
কতটা ব্যাথা পেয়ে কেদেছি এই আমি
কি করে তোমাকে বোঝাই,
বলো না তুমি?
কি করে তোমাকে বোঝাই,
কি করে?



Autor(en): Sayed Awolad, Traditional



Attention! Feel free to leave feedback.