Jony - Priyotoma Songtexte

Songtexte Priyotoma - Jony




চোখেরই সামনে চাই দাঁড়িয়ে থাকো
হাত বাড়িয়ে ছুঁতে পারিনাকো
চোখেরই সামনে চাই দাঁড়িয়ে থাকো
হাত বাড়িয়ে ছুঁতে পারিনাকো
অদৃশ্যের মাঝে দৃশ্য হয়ে
কেন তবে ডাক?
প্রিয়তমা তোমার মনের পাশে, আমায় রাখো
প্রিয়তমা তোমার মনের পাশে, আমায় রাখো
তোমারই বিরহে আমি
ডুবে যাই জল আঁধারে
হৃদয়ের এই অনুভব
বুঝতে কেউ নাহি পারে
তোমারই বিরহে আমি
ডুবে যাই জল আঁধারে
হৃদয়ের এই অনুভব
বুঝতে কেউ নাহি পারে
মেঘের আড়াল ভেঙ্গে
সোনা রোদ্দুর চোখে মাখ
প্রিয়তমা তোমার মনের পাশে, আমায় রাখো
প্রিয়তমা তোমার মনের পাশে, আমায় রাখো
অথই স্বপ্ন তুমি
ঢেলে যাও প্রেমে মনে
যখনই চাই যে কাছে
হারিয়ে যাও কোন বনে?
অথই স্বপ্ন তুমি
ঢেলে যাও প্রেমে মনে
যখনই চাই যে কাছে
হারিয়ে যাও কোন বনে?
রাতের আঁধার শেষে
সূর্য দিনের ছবি আঁকো
প্রিয়তমা তোমার মনের পাশে, আমায় রাখো
প্রিয়তমা তোমার মনের পাশে, আমায় রাখো
চোখেরই সামনে চাই দাঁড়িয়ে থাকো
হাত বাড়িয়ে ছুঁতে পারিনাকো
অদৃশ্যের মাঝে দৃশ্য হয়ে
কেন তবে ডাক?
প্রিয়তমা তোমার মনের পাশে, আমায় রাখো
প্রিয়তমা তোমার মনের পাশে, আমায় রাখো



Autor(en): mushfiq litu, robiul islam jibon


Jony - Shuchona
Album Shuchona
Veröffentlichungsdatum
10-04-2013




Attention! Feel free to leave feedback.