Kamalini Mukherji - Emono Dine Tare Bala Jay Songtexte

Songtexte Emono Dine Tare Bala Jay - Kamalini Mukherji




এমন দিনে তারে বলা যায়
এমন ঘনঘোর বরিষায়
এমন দিনে মন খোলা যায়
এমন মেঘস্বরে বাদল ঝরোঝরে
তপনহীন ঘন তমসায়
এমন দিনে তারে বলা যায়
সে কথা শুনিবে না কেহ আর
নিভৃত নির্জন চারি ধার
দুজনে মুখোমুখি, গভীর দুখে দুখি
আকাশে জল ঝরে অনিবার
জগতে কেহ যেন নাহি আর
সমাজ সংসার মিছে সব
মিছে জীবনের কলরব
কেবলি আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে
হৃদয় দিয়ে হৃদি অনুভব
আঁধারে মিশে গেছে আর সব
তাহাতে জগতে ক্ষতি কার
নামাতে পারি যদি মনোভার
শ্রাবণবরিষনে একদা গৃহকোণে
দু'কথা বলি যদি কাছে তার
তাহাতে আসে যাবে কিবা কার
ব্যাকুল বেগে আজি বহে বায়
বিজুলি থেকে থেকে চমকায়
যে কথা জীবনে রহিয়া গেল মনে
সে কথা আজি যেন বলা যায়
এমন ঘনঘোর বরিষায়
এমন দিনে তারে বলা যায়



Autor(en): Rabindranath Tagore


Kamalini Mukherji - Brishti Aashe
Album Brishti Aashe
Veröffentlichungsdatum
02-01-2012



Attention! Feel free to leave feedback.