Liza - Bhalobasha Noy Sheki Songtexte

Songtexte Bhalobasha Noy Sheki - Liza




দিনের আকাশে তাকালেই দেখি
সূর্য মারে উঁকি
রাতের আকাশে তাকালেই দেখি
চাঁদের ঝিকিমিকি
তোমার দিকে তাকালেই শুধু
চোখ রাঙানোর ঝুঁকি
চোখ রাঙানো তোমার শাসন
ভালোবাসা নয় সেকি
হাত বাড়িয়ে তোমার দিকে
বিভোর হয়ে থাকি
অভিমানি বায়না তোমার
একলা মনে আঁকি
তোমার দিকে তাকালেই শুধু
চোখ রাঙানোর ঝুঁকি
চোখ রাঙানো তোমার শাসন
ভালোবাসা নয় সেকি
কথার ভিতর কথা লুকাও
শোনার আশায় থাকি
ইচ্ছে হাজার ভাবনা ছুঁয়ে
কল্পনাতে আঁকি
তোমার দিকে তাকালেই শুধু
চোখ রাঙানোর ঝুঁকি
চোখ রাঙানো তোমার শাসন
ভালোবাসা নয় সেকি



Autor(en): Lalon Lohani


Liza - Bhalobasha Noy Sheki
Album Bhalobasha Noy Sheki
Veröffentlichungsdatum
05-01-2023



Attention! Feel free to leave feedback.