Songtexte Bhalobasha Noy Sheki - Liza
দিনের
আকাশে
তাকালেই
দেখি
সূর্য
মারে
উঁকি
রাতের
আকাশে
তাকালেই
দেখি
চাঁদের
ঝিকিমিকি
তোমার
দিকে
তাকালেই
শুধু
চোখ
রাঙানোর
ঝুঁকি
চোখ
রাঙানো
তোমার
শাসন
ভালোবাসা
নয়
সেকি
হাত
বাড়িয়ে
তোমার
দিকে
বিভোর
হয়ে
থাকি
অভিমানি
বায়না
তোমার
একলা
মনে
আঁকি
তোমার
দিকে
তাকালেই
শুধু
চোখ
রাঙানোর
ঝুঁকি
চোখ
রাঙানো
তোমার
শাসন
ভালোবাসা
নয়
সেকি
কথার
ভিতর
কথা
লুকাও
শোনার
আশায়
থাকি
ইচ্ছে
হাজার
ভাবনা
ছুঁয়ে
কল্পনাতে
আঁকি
তোমার
দিকে
তাকালেই
শুধু
চোখ
রাঙানোর
ঝুঁকি
চোখ
রাঙানো
তোমার
শাসন
ভালোবাসা
নয়
সেকি
Attention! Feel free to leave feedback.