Master D - Phenomenon Songtexte

Songtexte Phenomenon - Master D




সে যে করে খেলা
চোখে চোখে
মনের ভুলে
চলে হেলে দুলে
হাসি চোখে
খোলা চুলে
হাসি মাখা ঠোঁটে
লজ্জায় লাল লাল
দেখে ঘুরে ঘুরে
হয়ে যাই বেসামাল
দেখি ঘুরে ফিরে
কাছে দূরে
সুরে সুরে
জ্বলে আগুন জ্বলে
আমার বুকে আগুন জ্বলে
ধুকপুক ধুকপুক
এই বুকে বাজে তা
চোখে চোখ পড়লেই
হয় মন নাঝেহাল
She is a phenomanon
Ah ha...
কেন কাছে আসে না
দূরে দূরে থাকে
অনেক না... না...
কেন ভালোবাসে না
She is a phenomanon
Ah ha...
কেন কাছে আসে না
দূরে দূরে থাকে
অনেক... না... না...
কেন ভালোবাসে না
দেখি তাকে দেখি দিনে রাতে
সকাল সাঝে
বাজে কানে কানে
তারি পায়ের নুপুর বাজে
কাঁপা কাঁপা ঠোঁটে
হায় সেকি তাতছানি
মন কিছু মানে না
ঠিক ভুল কি জানি
আমি বারে বারে মরীচিকারর ফাঁদে পরি
ইয়ে ইয়ে ইয়ে
খেয়ে হাবু ডুবু হাবু ডুবু
কি যে করি
না না না
যে চোরাবালি
অপূর্ব মায়াজাল
চোখে চোখ পড়লেই
হায় সব কুঁচবেহাল
She is a phenomanon
Ah ha...
কেন কাছে আসে না
দূরে দূরে থাকে
অনেক না... না...
কেন ভালোবাসে না
She is a phenomanon
Ah ha...
কেন কাছে আসে না
দূরে দূরে থাকে
অনেক না... না...
কেন ভালোবাসে না
She is a phenomanon
Ah ha...
কেন কাছে আসে না
দূরে দূরে থাকে
দূরে দূরে থাকে
কেন ভালোবাসে না



Autor(en): Sean Combs, James Todd Smith, Ronald Anthony Lawrence, William Withers, Stan Mc Kenney


Master D - Phenomenon
Album Phenomenon
Veröffentlichungsdatum
14-08-2015




Attention! Feel free to leave feedback.