Pijushkanti Sarkar - Noy E Madhur Khela Songtexte

Songtexte Noy E Madhur Khela - Pijushkanti Sarkar




নয় নয় মধুর খেলা
তোমায় আমায় সারাজীবন
সকাল-সন্ধ্যাবেলা, নয়
নয় নয় মধুর খেলা
কতবার যে নিবল বাতি
গর্জে এল ঝড়ের রাতি
কতবার যে নিবল বাতি
গর্জে এল ঝড়ের রাতি
সংসারের এই দোলায় দিলে
সংশয়েরই ঠেলা, নয়
নয় নয় মধুর খেলা
বারে বারে বাঁধ ভাঙিয়া বন্যা ছুটেছে
দারুণ দিনে দিকে দিকে কান্না উঠেছে
বারে বারে বাঁধ ভাঙিয়া বন্যা ছুটেছে
দারুণ দিনে দিকে দিকে কান্না উঠেছে
ওগো রুদ্র, দুঃখে সুখে
এই কথাটি বাজল বুকে
ওগো রুদ্র, দুঃখে সুখে
এই কথাটি বাজল বুকে
তোমার প্রেমে আঘাত আছে
নাইকো অবহেলা, নয়
নয় নয় মধুর খেলা
তোমায় আমায় সারাজীবন
সকাল-সন্ধ্যাবেলা, নয়
নয় নয় মধুর খেলা



Autor(en): Rabindranath Tagore



Attention! Feel free to leave feedback.