Songtexte Ekla Chalo Re - Radha Mangeshkar
একলা
চলো
রে
যদি
তোর
ডাক
শুনে
কেউ
না
আসে
তবে
একলা
চলো
রে
যদি
তোর
ডাক
শুনে
কেউ
না
আসে
তবে
একলা
চলো
রে
তবে
একলা
চলো
একলা
চলো
একলা
চলো
একলা
চলো
রে
তবে
একলা
চলো
একলা
চলো
একলা
চলো
একলা
চলো
রে
যদি
তোর
ডাক
শুনে
কেউ
না
আসে
তবে
একলা
চলো
রে
যদি
কেউ
কথা
না
কয়,
ওরে,
ওরে,
ও
অভাগা
কেউ
কথা
না
কয়
যদি
সবাই
থাকে
মুখ
ফিরায়ে
সবাই
করে
ভয়
যদি
সবাই
থাকে
মুখ
ফিরায়ে
সবাই
করে
ভয়
তবে
পরান
খুলে
ও
তুই
মুখ
ফুটে
তোর
মনের
কথা
একলা
বলো
রে
একলা
চলো
রে
একলা
চলো
রে
যদি
সবাই
ফিরে
যায়,
ওরে,
ওরে,
ও
অভাগা
সবাই
ফিরে
যায়
যদি
গহন
পথে
যাবার
কালে
কেউ
ফিরে
না
চায়
যদি
গহন
পথে
যাবার
কালে
কেউ
ফিরে
না
চায়
তবে
পথের
কাঁটা
ও
তুই
রক্তমাখা
চরণতলে
একলা
দলো
রে
একলা
চলো
রে
একলা
চলো
রে
যদি
আলো
না
ধরে,
ওরে,
ওরে,
ও
অভাগা
আলো
না
ধরে
যদি
ঝড়-বাদলে
আঁধার
রাতে
দুয়ার
দেয়
ঘরে
যদি
ঝড়-বাদলে
আঁধার
রাতে
দুয়ার
দেয়
ঘরে
তবে
বজ্রানলে
আপন
বুকের
পাঁজর
জ্বালিয়ে
নিয়ে
একলা
জ্বলো
রে
যদি
তোর
ডাক
শুনে
কেউ
না
আসে
তবে
একলা
চলো
রে
একলা
চলো
রে
Attention! Feel free to leave feedback.