Rezwana Choudhury Bannya - Aaji Barishan Mukharito Songtexte

Songtexte Aaji Barishan Mukharito - Rezwana Choudhury Bannya




আজি বরিষন মুখরিত
শ্রাবণ রাতে
স্মৃতি বেদনার মালা, একেলা গাথি।
আজ কোন ভুলে ভুলি
আধার ঘরেতে রাখি দুয়ার খুলি
মনে হয় বুঝি আসিছে সে
মোর দুখ রজনির সাথি।
আসিছে সে, ধারা জলে
সুর লাগায়ে নিপবনে পুলক জাগায়ে।।
যদিওবা নাহি আসে
তবু বৃথা আস্বাসে
ধুয়ে পরে রাখি বরে
মিলন আসন খানি পাতি।



Autor(en): Rabindranath Tagore



Attention! Feel free to leave feedback.
//}