Roma Mondal - Nare Nare Hobe Na Songtexte

Songtexte Nare Nare Hobe Na - Roma Mondal




না রে, না রে, হবে না তোর স্বর্গসাধন, না রে, না রে
সেখানে যে মধুর বেশে ফাঁদ পেতে রয় সুখের বাঁধন
না রে, না রে, হবে না তোর স্বর্গসাধন, না রে, না রে
ভেবেছিলি দিনের শেষে তপ্ত পথের প্রান্তে এসে
ভেবেছিলি দিনের শেষে তপ্ত পথের প্রান্তে এসে
সোনার মেঘে মিলিয়ে যাবে সারা দিনের সকল কাঁদন
না রে, না রে, হবে না তোর, হবে না তা, না রে, না রে
সন্ধ্যাতারার হাসির নীচে হবে না তোর শয়ন পাতা, না রে, না রে
পথিক বঁধু পাগল করে পথে বাহির করবে তোরে
পথিক বঁধু পাগল করে পথে বাহির করবে তোরে
হৃদয় যে তোর ফেটে গিয়ে ফুটবে তবে তাঁর আরাধন
না রে, না রে, হবে না তোর স্বর্গসাধন, না রে, না রে



Autor(en): Rabindranath Tagore



Attention! Feel free to leave feedback.