Rupankar - Bhalobasha Maane Songtexte

Songtexte Bhalobasha Maane - Rupankar




ভালোবাসা মানে কফিশপ থেকে বিশ্ব চরাচর
ভালোবাসা মানে ঘরের বাইরে ঘর
ভালোবাসা মানে কফিশপ থেকে বিশ্ব চরাচর
ভালোবাসা মানে ঘরের বাইরে ঘর
ফিরে আসুক সুখের স্মৃতি তেঁতুলপাতায় নজর
এটাই সংসারের রীতি, বলছি শোনো সজন
ফিরে আসুক সুখের স্মৃতি তেঁতুলপাতায় নজর
এটাই সংসারের রীতি, বলছি শোনো সজন
আমরা সবাই সবার জন্য
যুদ্ধের রাত জাগতে চাই
যুদ্ধের রাত জাগতে চাই
যুদ্ধের রাত জাগতে চাই
যুদ্ধের রাত জাগতে চাই
সবাই আমরা দেয়াল হয়ে
ঘরে দেয়াল রাখতে চাই
ঘরে দেয়াল রাখতে চাই
ঘরে দেয়াল রাখতে চাই
আমরা একে অন্যের হয়ে
থাকতে চাই, বাঁচতে চাই
বলছি শোনো এটাই প্রেম, প্রেম এটাই ।।
ভালোবাসা মানে কফিশপ থেকে বিশ্ব চরাচর
ভালোবাসা মানে ঘরের বাইরে ঘর
ভালোবাসা মানে কফিশপ থেকে বিশ্ব চরাচর
ভালোবাসা মানে ঘরের বাইরে ঘর



Autor(en): debajyoti mishra


Attention! Feel free to leave feedback.