S.D. Burman - Ke Jaas Re Songtexte

Songtexte Ke Jaas Re - S.D. Burman




কে যাস রে
ভাটি গাঙ বাইয়া
আমার ভাইধন রে কইয়ো নাইওর নিত বইলা
তোরা কে যাস
কে যাস রে
ভাটি গাঙ বাইয়া
আমার ভাইধন রে কইয়ো নাইওর নিত বইলা
তোরা কে যাস, কে যাস
বছর কানি ঘুইয়রে গেলো, গেলরে
ভাইয়ের দেখা পাইলামনা, পাইলামনা
কলজা আমার পুইরাগেল, গেলরে
ভাইয়ের দেখা পাইলামনা, পাইলামনা
ছিলাম রে কতই আশা লইয়া
ভাই মা আইলো, গেলো গেলো
রোতের মেলা চইলা তোরা
কে যাস, কে যাস
প্রাণ কান্দে, কাঁদে
প্রাণ কান্দে কান্দে প্রাণ
কান্দে রে প্রাণ কান্দে
নয়ন ঝরে ঝরে নয়ণ, ঝরে রে
নিয়ম ঝরে
পরা মনরে বুঝাইলে বুঝেনা
কান্দে কান্দে প্রাণ, কান্দে
সুজন মাঝি রে ভাই রে কয়ও গিয়া
না আসিলে শপনেতে দেখা দিত বইলা
তোরে কে যাস, কে যাস
শিন্দুরিয়া মেঘ উইড়া, আইলো রে
ভাইয়ের খবর আনলো না, আনলো না
ভাটির চরে নৌকা ফিরা, আইলো রে
ভাইয়ের খবর আনলো না, আনলো না
নির্দয় বিধি রে, তুমি সদয় হইয়া
ভাইরে আইয়নো নাইলে আমার
পরান যাবে গোয়লা
তোরা কে যাস, কে যাস
কে যাস রে
ভাটি গাঙ বাইয়া
আমার ভাইধন রে কইয়ো নাইওর নিত বইলা
কে যাস, কে যাস



Autor(en): SACHIN DEV BURMAN, MEERA DEB BURMAN


Attention! Feel free to leave feedback.